বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা সাতটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামলে চট্টগ্রামের আপামর জনগণ পক্ষ থেকে হৃদয় দিয়ে বরণ করে নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ,সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন,ব্যারিষ্টার মীর হেলাল,আবুল হাসেম বক্কর,নাজিমুর রহমান সহ চট্টগ্রামের নেতারা।দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন জনাব তারেক রহমান।
বিমান বন্দর থেকে বাসে উঠে কাজির দেউরি হোটেল রেডিসন ব্লুতে চলে আসেন।
বিমান বন্দর থেকে চেয়ারম্যান কে বহন করা বাসটি চলা শুরু করলে বিমান বন্দর এর বাইরে বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারের ভাই এর আগমন শুভেচ্ছা স্বাগতম,চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের ভয়নেই রাজপথ ছাড়ি নাই।জিয়া,খালেদা,তারেক স্লোগানে কম্পিত করে তোলায়।চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হোটেলে পৌছুতে সময় লেগেযায়।পথে পথে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
হোটেলে পৌঁছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৫৩ জন সদস্যের বৈঠক করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে দলীয় নেতারা জানিয়েছেন।
এর আগে সর্বশেষ ২০০৫ সালে তিনি দলীয় সফরে চট্টগ্রামে এসেছিলেন তিনি। আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।