ঊর্মিলা শ্রাবন্তীসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক

ঊর্মিলা শ্রাবন্তীসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও দায়-দেনার হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন এবং পরে অভিনয়জগতে সক্রিয় হন।

দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় দুদকের টিম প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র যাচাই করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। পাশাপাশি অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন নথিও সংগ্রহ করা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, এসব তথ্য ও নথিপত্র বিশ্লেষণের পর এনফোর্সমেন্ট টিম একটি প্রতিবেদন কমিশনে দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট তিন ব্যক্তির সম্পদ ও দায়-দেনার বিস্তারিত হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email