চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, জবাবদিহিতা ছাড়া একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বিএনপি ক্ষমতায় এলে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবে। আমরা যদি রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি তাহলে- সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি রোধ হবে, বিচার ব্যবস্থার উপর আস্থা ফিরে আসবে এবং দেশকে প্রকৃত উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারবো। দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণের কাছে তদের কোন জবাবদিহিতা ছিলনা। ফলে জনগণের আকাঙ্খার কোন প্রতিফলন ঘটেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্ষমতা নিশ্চিত করবে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বৃদ্ধি করবে।
বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে ১৬নং চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগের পূর্বে তিনি ১৬নং চকবাজার ওয়ার্ডের “প্রধান নির্বাচনী কার্যালয়” উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেনি। পাশাপাশি জনগণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় এলে- সেই ৩১ দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যব্যবস্থা, বিচারব্যবস্থা সহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে। সর্বোপরি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এ দেশের কৃষক, শ্রমিক ও মজুরসহ সকল শ্রেণীপেশার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চায়। তাই বাংলাদেশকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।
পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন।
চকবাজার ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুল আলম শফির সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়ার্ড বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, ওয়ার্ড বিএনপি'র আহবায়ক মনজুর আলম মনজু, চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল হক জাকু। উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহ, মহানগর মহিলা দল নেত্রী লুৎফুন্নেছা, নুরুল আলম শিপু, হাসান ওসমান গনি লিটন, মো. হাফেজ, আনিসুজ্জামান সাইমুন, মো. সিরাজ, সোহরাব মোস্তফা রিকন, আবু হাসান, মো. কামাল, কাপাশগোলা কেন্দ্রের আহবায়ক রমজু মিয়া, কাপাশগোলা কলেজ কেন্দ্রের আহবায়ক আবু আহমেদ, কাপাশগোলা বালক বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক বখতিয়ার, কাতালগঞ্জ কেন্দ্রের আহ্বায়ক মামুন সত্তার মামুন, মেডিকেল কেন্দ্রের আহ্বায়ক ইউসুফ, স্টাফ কোয়াটার কেন্দ্র আহ্বায়ক মো. শওকত, সলিমা সিরাজ কেন্দ্রের আহ্বায়ক মোহাম্মদ জসিম বাদশা, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আহ্বায়ক মাসুদ, কাজেম আলী কেন্দ্রের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন, ছাত্রদলের চকবাজার থানার আহবায়ক আলাউদ্দিন আলো, সদস্য সচিব ইমরান লিটন, সাবেক ছাত্রদল নেতা ইয়াকুব আলী সিফাত, শফিউল আলম শফি, জাভেদ হোসাইন জোবাইর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মামুন, চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম, সাইফুদ্দিন চৌধুরী রাশেদ, আবুল কালাম, মো আলী, ওসমান, আলমগীর, পারভেজ, গফুর, আনোয়ার টিপু, জাসেদ, মো জসিম, টিপু, শওকত আলী, যুবদল নেতা নরুল করিম বাপ্পি প্রমুখ।