চট্টগ্রাম ১৩ আসনে মাঠ জুড়ে প্রচারণায় নৌকা

চট্টগ্রাম ১৩ আসনে মাঠ জুড়ে প্রচারণায় নৌকা

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে মাঠ জুড়ে প্রচারণায় নৌকা। নৌকার সমর্থকরা মাঠে ময়দানে থাকলেও অন্যদের প্রচারণা তেমন জনগণের নজরে আসছে না। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত। পাড়ায় মহল্লায় মাঠে ঘাটে বাজারে নৌকার সমর্থিত লোকজনের প্রচারণা এখন সরগরম।

প্রধান নির্বাচন অফিস ও ইউনিয়ন অফিস আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তিনি আনোয়ারা কর্ণফুলীতে নির্বাচনী সভা করা যাচ্ছেন। প্রতিটি ইউনিয়নে নির্বাচনী সভায় জনগণের ঢল নামছে। নেতা কর্মীরা নির্বাচনী মাঠ মাতিয়ে তুলছে।

প্রতিটি নির্বাচনী সভায় ভূমি মন্ত্রী নিজেই শ্লোগান দিচ্ছেন। ভূমিমন্ত্রীর আকর্ষণীয় স্লোগান সবার দৃষ্টি কাড়ছে। নির্বাচনী সভার উপস্থিত নেতাকর্মীরা ভূমিমন্ত্রীর সাথে শ্লোগান দিচ্ছে।

ভূমিমন্ত্রীর নির্বাচনী সভায় স্লোগান সর্বত্রই আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা নির্বাচনী মাঠ সরগরম, দলীয় নেতা নেতাকর্মীদেরকে উজ্জীবিত ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই ভূমিমন্ত্রী স্লোগান দিচ্ছেন। এদিকে চট্টগ্রাম ১৩ আসনে পোস্টার ব্যানার সাঁটানো হচ্ছে।

নৌকা প্রার্থীর পোস্টার ব্যানার ছেয়ে গেলেও অন্যান্যদের তেমন চোখে পড়ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচারণা চোখে পড়ার মতো। অন্যান্য প্রার্থীরা এখনও জোরেশোরে শুরু করেনি। অন্যান্য প্রার্থীরা নেতাকর্মী নিয়ে প্রচারণা চালালেও জনগণের মাঝে প্রভাব পড়ছে না। মাঠজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের একতরফা প্রচারণা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভূমিমন্ত্রী নৌকায় চড়ে হেসে খেলে পাড়ি দেবেন। ভূমিমন্ত্রীর চতুর্থবারের মতো বিজয় অর্জনের বিষয়টি জনগণের মুখেমুখে। মাঠে শক্তিশালী কোন প্রার্থী নেই। অন্যান্য প্রার্থীর প্রচারণায় নির্বাচনী আমেজও সৃষ্টি হয়নি।

অন্যান্য প্রার্থীরা জনগণের কাছে তেমন পরিচিতিও নয়। অনেকটা অপরিচিত। স্থানীয় জনগণ অনেক প্রার্থীকে হাস্যকর হিসেবে উড়িয়ে দিচ্ছে। ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারা কর্ণফুলীর প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে সভায় বক্তব্য রাখছেন।

তিনি মাঠে ময়দানে দৌড়াচ্ছেন। নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন।আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অন্যান্য প্রার্থীরা হলেন হলেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু,( লাঙ্গল) ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী স ম হামেদ হোসাইন, চেয়ার) ইসলামী ফ্রন্টের প্রার্থী মাস্টার আবুল হোসেন, (মোমবাতি) তৃণমূল বিএনপির প্রার্থী মকবুল আহমদ চৌধুরী সাদাদ, (সোনালী আঁশ) সুপ্রিম পার্টির প্রার্থী মো :আরিফ উদ্দিন (একতারা)। খেলাফত আন্দোলনের প্রার্থী মৌলভী রশিদুল হক( বটগাছ) প্রার্থীদের প্রচারণায় কোন অভিযোগও নেই। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। প্রার্থীরা যার যার মতো করে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের শেষ পর্যায়ে প্রার্থীদের প্রচারণা বৃদ্ধি পাবে বলে ধারণা করছে স্থানীয় জনগণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email