
নির্বাচনী সফরে আজ মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল তিনটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকন্যাকে দেখা এবং কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে আসবেন। এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ¡সিত। এর ফলে নেতাকর্মীদের মধ্যে যে রাগ-অনুরাগ ছিল, তা ভুলে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম অ্যান্ড অপস) জানান, সমাবেশস্থলের আশপাশ এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে।