ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) পদে মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমকে পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হাইওয়ে পুলিশে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে দায়িত্ব পালন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email