কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে নিশ্চিহ্ন হয়ে যাবে-মির্জা ফখরুল

কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে নিশ্চিহ্ন হয়ে যাবে-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। হঠকারী সিদ্ধান্ত নিলে তার ক্ষতি সংশ্লিষ্টদেরই হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন। দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়ার বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।” তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

তিনি আরও জানান, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সব ধরণের সহায়তা করবে।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

রোডম্যাপে উল্লেখিত গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

ইসি আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email