চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান শান্তঞ্জলি সংগীত নিকেতন’র ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ২৮ আগস্ট বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম’র প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ছড়াকার, দৈনিক আজাদী চট্টগ্রাম’র সহযোগী সম্পাদক সাংবাদিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভি’র সিনিয়র শিল্পী ও সংগীত পরিচালক শিল্পী দীপেন চৌধুরী, শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, লক্ষ্মী দত্ত রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শান্তঞ্জলি সংগীত নিকেতন চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র সঙ্গীত বিভাগ’র তবলা শিক্ষক শিল্পী শ্যামল দত্ত। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, তবলা লহরা, গিটার বাদন, নৃত্যানুষ্ঠান ও আবৃত্তি, নৃত্য পরিচালনায় ছিলেন সীমা চৌধুরী, অঙ্গনা নৃত্য একাডেমি চট্টগ্রাম।