খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে-ডা. জাহিদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে-ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসভবন ফিরোজায় ফেরার পর ডা. জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হয়েছে। সময়মতো যথাযথ চিকিৎসা পেলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সুযোগ ছিল।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওনা দিয়ে রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। পরীক্ষা-নীরিক্ষা শেষে রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় ফেরেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email