ভুটানের সঙ্গে ড্রয়ে সাফ জয়ের স্বপ্ন চূর্ণ অর্পিতাদের

ভুটানের সঙ্গে ড্রয়ে সাফ জয়ের স্বপ্ন চূর্ণ অর্পিতাদের

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে বলা যায় শিরোপার সম্ভাবনা একেবারে শেষই হয়ে গেল বাংলাদেশের। কেননা দিনের অন্য ম্যাচে নেপালকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ভারতের।

বিশ্বযুদ্ধ থেকে ফিরে অ্যাশেজের মাঠ মাতানো ব্র্যাডম্যানের সেই টুপি জাদুঘরেবিশ্বযুদ্ধ থেকে ফিরে অ্যাশেজের মাঠ মাতানো ব্র্যাডম্যানের সেই টুপি জাদুঘরে

চ্যাংলিমিথান স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের হয়ে গোলের খাতায় নাম লেখান পূর্ণিমা মারমা। ব্যবধান বাড়ানোর বেশকিছু সুযোগ ছিল দলটির সামনে। কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় সে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সুযোগ তৈরি করে গোলমুখে ব্যর্থ হয়েছে ভুটানের ফরোয়ার্ডরাও।

ফের চাকরি হারালেন হোসে মরিনহোফের চাকরি হারালেন হোসে মরিনহো

যদিও স্বস্তি নিয়েই প্রথমার্ধ শেষ করে আয়োজকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ভুটানকে আনন্দের উপলক্ষ্য এনে দেন সোর্টেন জাংমো। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো দল জালের দেখা পায়নি।

বাংলাদেশ দলের নজর এখন ভারত-নেপাল ম্যাচের দিকে। এই ম্যাচে শুধু ভারত হারলেই সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। না হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে কেবলমাত্র আনুষ্ঠানিকতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email