শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান ০১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী,
অনুষ্ঠানে গেস্ট অফ অনার প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ব্যাপক মানবিক কার্যক্রমের মাধ্যমে সুফিবাদকে নতুনভাবে আবিষ্কার করেছি। সুফিদের দরগাহ্/মাজার ব্যবস্থাপনা থেকে যে এত মহান কর্মযজ্ঞ পরিচালিত হয় তা কল্পনারও বাইরে ছিল।