বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কালাবিবির দিঘির মোড় থেকে এ র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা-কর্ণফুলীর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বক্তব্যে বলেন,তারেক রহমানের হাতে দেশ নিরাপদ। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানই আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা এবং জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জনগণ বিএনপির পাশে আছে, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহওয়াজ জামাল নিজাম সনি প্রমুখ।
র্যালি ও সভায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।