কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুন

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুন

রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে।

ঘটনাটি ঘটে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশের পর। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পরে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন এবং এ সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলায় কার্যালয়ের ভেতরের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে এবং ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে। একই সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভানোর জন্যও পানি ব্যবহার করা হচ্ছে।

এটি গত ৩১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি, যখন একদল বিক্ষুব্ধ ব্যক্তি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়েছিলেন। তখনও পুলিশ জলকামান ও লাঠিপেটা ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email