অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। যদি হামাস জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয়, তবে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে, খারাপ হবে।”
ট্রাম্প আরও বলেন, হামাসের হাতে এখন জীবিত জিম্মির সংখ্যা কমে আসায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। “আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে, তখন তাদের ফেরত পাওয়া খুবই কঠিন হয়ে যায়। যদি খুব বেশি প্রচেষ্টা করা হয়, তবে তা আত্মসমর্পণের মতো হয়ে যায়। সেটিও ভালো কিছু নয়। এটি অত্যন্ত জটিল পরিস্থিতি,”—বলেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সাধারণ ইসরায়েলিদের এই বিক্ষোভের কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।”
এর আগে গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
তিনি লেখেন, “২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। হামাস যদি জিম্মিদের মুক্তি দেয়, তবে ভালো কিছু হবে।”