ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেফতার

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেফতার
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

এর আগে ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সেলিম প্রধান। পরে তিনি জামিনে কারামুক্ত হন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email