ডাকসু নির্বাচন,বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ ভোট, সাদিক কায়েম ৯ শতাংশ

ডাকসু নির্বাচন,বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ ভোট, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।

এ জরিপে অংশ নিয়েছেন ২৪০ জন ইচ্ছুক ভোটার।
জরিপে শীর্ষ ৪ প্রার্থী হিসেবে উঠে এসেছেন আব্দুল কাদির, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা এবং মো. আবু সাদিক (কায়েম)।

বিপিএ’র জরিপ অনুযায়ী, ২৪০ ইচ্ছুক ভোটারের ভোটে বাগছাসের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ভিপি প্রার্থী আব্দুল কাদির ১৮ শতাংশ, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ১২ শতাংশ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক কায়েম ৯ শতাংশ ভোট পেয়েছেন।

বাংলাদেশ পাবলিক একাডেমি তাদের ফেসবুকে জরিপের এ তথ্য প্রকাশ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email