হাটহাজারীতে(শনিবারের)অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনার সাত ঘণ্টা পর চট্টগ্রাম-খাগড়াছড়ি-মহাসড়কে যানবাহন চলাচল রবিবার সকাল থেকে স্বাভাবিক হয়। উপজেলা প্রশাসনের সাথে গতকাল বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মাদ্রাসা ও সুন্নি পন্থীদের সাথে যৌথ ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে অনুষ্টিত হয়। উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়ে ভবিষ্যতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহবান জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাটহাজারী মাদ্রাসার ও সুন্নি পন্থীদের পক্ষে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে ।
গতকাল বিকাল চারটায় হাটহাজারী উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে বিবাদমান দুই পক্ষকের সাথে সমঝোতা বৈঠক হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক,মেজর শাহরিয়ার, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ, সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান। সমাঝোতা বৈঠকে কোনো সংবাদিককে ভেতরে না রাখলেও বৈঠক শেষে সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, উভয় পক্ষের মধ্যে সফল আলোচনা শেষে কোলাকুলি করে ভবিষ্যতে সকলে মিলেমিশে থাকার সিদ্ধান্ত গৃহিত হযেছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুবিন জানান,
উপজেলা প্রশাসন, হাটহাজারী বিবাদমান দুইপক্ষ, উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসীর প্রতিনিধিদের উপস্থিতিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় অনুষ্ঠানে শব্দ দূষণসহ যেকোন গণউপদ্রব নিরসনকল্পে সকল পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।