প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে, এসেছে ৫১ কোটি ডলার

প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে, এসেছে ৫১ কোটি ডলার

রেমিট্যান্স বা প্রবাসী আয় সেপ্টেম্বর মাসের প্রথম দিনগুলোতে ভালো সূচনা করেছে। চলতি মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার ১৬১ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রতিদিন গড়ে ৮ কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় (প্রতিদিন গড়ে ৮ কোটি ১ লাখ ৩৭ হাজার ডলার) এবং গত আগস্ট মাসের (প্রতিদিন গড়ে ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার) তুলনায় বেশি।

ব্যাংকভিত্তিক রেমিট্যান্স— রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার।

বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।

এ তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় আগের বছরের একই সময় ও গত আগস্টের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email