রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করল জুডিসিয়াল সার্ভিস কমিশন

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করল জুডিসিয়াল সার্ভিস কমিশন

মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তরকালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ সময় জুডিসিয়াল সার্ভিস কমিশন সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন, বিচার ও সংসদ বিষযক মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) এজিএম আল মাসুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির সঙ্গে ছিলেন।
সাংবাদিক নির্যাতন : কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার হাইকোর্টে জামিন

প্রতিবেদন হস্তান্তরকালে রাষ্ট্রপতি জুডিসিয়াল সার্ভিস কমিশনকে অভিনন্দন জানান। কমিশনও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email