বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তার করে। দীর্ঘ এক বছরের কারাবাস শেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর থেকে দিনটিকে বিএনপি পরিবার ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক জনাব এরশাদ উল্লাহ, সদস্য সচিব জনাব নাজিমুর রহমান এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ জাফর আহম্মদ, মোহাম্মদ আবু মুসা প্রমুখ নেতৃবৃন্দ।