চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীমা আক্তার পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি কন্যা রয়েছে।
পরিবারের একাংশ দাবি করছে, এটি আত্মহত্যা। সীমার ভাসুর মো. জাবেদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের দরজার চৌকাঠের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন সীমা।’
তবে ভিন্ন দাবি তুলেছেন নিহত সীমার চাচা খোরশেদ। তার অভিযোগ, ‘মাত্র পাঁচফুট উঁচু জায়গা থেকে ঝুঁলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।’
এদিকে চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর পাঁচলাইশ মডেল থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।