জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, জরুরি সভা চলছে

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, জরুরি সভা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার বিকেলে হঠাৎ বন্ধ করা হয়েছে।

নির্বাচন কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জরুরি সভার আহ্বান করেন। একই সময়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর হল কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর ভোট গণনার কাজ শুরু করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email