চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, বাংলাদেশের প্রতিটি সংকটে ছাত্রসমাজই জাতিকে দিকনির্দেশনা দিয়েছে। অথচ স্বৈরাচারী ও সুবিধাবাদীরা সবসময় দেশকে বিপথে নেয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, “সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে ছাত্রদের অবদান অপরিসীম। শিক্ষার্থীদের শুধু বই পড়লেই হবে না, পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন করাও এখন জরুরি। তা না হলে তারা বিশ্ব বিজ্ঞান ও আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মেলাতে পারবে না।”
শনিবার সকালে চট্টগ্রাম কনভেনশন সেন্টারে চিটাগাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট (সিএসটিআই) আয়োজিত শিক্ষার্থীদের বিদায় ও মেধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিএসটিআই’র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাবুব-উল-আলম সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. আমীর হোসাইন, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, আইডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নাল আবেদিন, সিএসটিআই ট্রাস্টি বোর্ডের সভাপতি অহিদুল সাজ্জাদ মাহমুদ নিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক এবং আমরা চাটগাঁবাসী’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন।