ফটিকছড়ি প্রেসক্লাবের শূণ্য পদের নির্বাচনে সভাপতি এসএম মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ),সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন (দৈনিক দিনকাল) নির্বাচিত হয়েছেন। শনিবার ১৩ সেপ্টেম্বর ফটিকছড়ি প্রেসক্লাব শূণ্য পদের নির্বাচন -২০২৫ ইং অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোঃ মাসুদের ইন্তেকালে সভাপতি পদটি শূণ্য হয়। অন্যদিকে বর্তমান কমিটির সিনিয়র সহ -সভাপতি এসএম মোরশেদ মুন্না তাঁর পদ থেকে পদত্যাগ করে সভাপতি পদে মনোনয়ন নেন।ফলে সিনিয়র সহ- সভাপতি পদও শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
যথাযথ প্রক্রিয়া শেষে আজ ১৩ সেপ্টেম্বর উভয় পদে অন্য কোন প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ফখরুল ইসলাম চৌধুরী দুইজনকে নির্বাচিত ঘোষণা করেন।পরে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ডাক বাংলোতে।
ফটিকছড়ি প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক কার্যকরি কমিটির কোন পদ শূণ্য ঘোষিত হলে,সে পদে ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।