শনিবার দুপুরে ১৩ সেপ্টেম্বর সিজেকেএস কনভেনশন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক এর সঙ্গে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবসমূহের সংগঠন সিজেকেএস ক্লাব সমিতির এক মতবিনিময় সভা সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ক্লাব সমিতির কর্মকর্তাবৃন্দ চট্টগ্রামসহ সারাদেশে স্থবির ক্রীড়াঙ্গনকে সচল করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। আলোচনায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সচল করার জন্য অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণে মাননীয় উপদেষ্টার মাধ্যমে ক্রীড়া মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া পরিষদ ও সিজেকেএস সভাপতি এবং জেলা প্রশাসক, চট্টগ্রামকে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে মাননীয় উপদেষ্টার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মাননীয় উপদেষ্টা তার বক্তব্যে সিজেকেএস ক্লাব সমিতি গঠনের জন্য অনুমোদিত সকল ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সকলের ঐক্যের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে একসাথে কাজ করার অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশব্যাপী খেলাসমূহের লীগ/টুর্নামেন্ট আয়োজনের জন্য ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবসমূহকে আর্থিকভাবে স্বচ্ছল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার অনুমোদিত সিএসআর ফান্ড হতে ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাব সমূহকে অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান। এছাড়াও তিনি তার বক্তব্যে ক্রীড়াঙ্গনের স্বার্থে রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদেরকে মূল্যায়ন করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, আপনাদের জন্য একটি সুখবর আছে। চট্টগ্রাম আলমাস সিনেমা হলকে অত্যাধুনিক বহতল বিশিষ্ট ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে।
সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ হতে বাংলাদেশের সকল জেলা ক্রীড়া সংস্থায় অতিদ্রুত নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন এবং দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বশর, সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহবুবুল আলম, লোকমান হাকিম মোঃ ইব্রাহিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, নুরুল আবছার, সদস্য প্রবীন কুমার ঘোষ, আলী আকবর, ফজলে রাব্বি খান সাজ্জাদ, শওকত হোছাইন, আলি হাসান রাজু, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আসিফ চৌধুরী, আবদুল কুদ্দুস সেন্টু, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক ও সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।