জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার দুপুর আড়াইটায় শুরু হওয়া এই সংলাপে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংলাপে যোগ দিচ্ছে বলে দলটির প্রেস উইং নিশ্চিত করেছে। এছাড়া, আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নিবেন।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ববর্তী আলোচনায় ঐকমত্য তৈরি হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সমাধান খুঁজতে গত ১১ সেপ্টেম্বরও দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন আজকের সংলাপে এসব প্রস্তাবনার ওপর রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত নেবে বলে ধারনা করা হচ্ছে।