নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সাবিতা ভাণ্ডারি

প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে এই দায়িত্ব দেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রোববার সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব পেলেন।
ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের হামলা

প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয় সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

সাবিতা ভাণ্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। রোববার সকালে প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং ভাণ্ডারির সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email