ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আনোয়ারা উপজেলার শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব, সহ-সভাপতি আশিক, যুগ্ম সম্পাদক শেজাম, যুগ্ম সম্পাদক রিদুয়ান, ফোরকান, আরফাত, জাকারিয়া, লোকমান, রাফি, রাব্বি, রিশাত, রোকন, নঈম, সাব্বির, সাকিব, নেজাম, আজাদ, রিনা, মাইশা, সাদিয়া ও জেরিনসহ অসংখ্য ছাত্রদল নেতা-কর্মী।
কলেজ ছাত্রদল সভাপতি মোহাম্মদ তারেক বলেন, ফুল ও কলম দিয়ে বরণ করার মাধ্যমে আমরা নতুন শিক্ষার্থীদের শিক্ষা, সততা ও মুক্তচিন্তার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে চাই।