"সম্প্রীতির ঐকতানে, গাহি সাম্যের গান।শুধু ধর্ম নয় মানুষ, বিদ্বেষ নয় সম্প্রীতি।"
এই মূলমন্ত্রকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।
তিনি বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক।” তিনি পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। উক্ত সভায় প্রায় ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন। এই সভায় নিম্নোক্ত নির্দেশনা গুলো প্রদান করা হয়:

১। পূজা কমিটির ভেটিংকৃত ভলান্টিয়ারদের তালিকা সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদের নিকট দিতে হবে।
২। প্রত্যেক পূজা মন্ডপে ডিভিআর সহ CCTV/IP Camera স্থাপন করতে হবে।
৩। পূজা কমিটি কর্তৃক মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।
৪। নির্দিষ্ট স্থানে ভলান্টিয়ারদের সহযোগিতায় গাড়ি পার্কিং ব্যবস্থা করতে হবে।
৫। প্রত্যেক থানায় ফোকাল পয়েন্ট এবং পুলিশ সুপার কার্যালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবে।
৬। থানা ও জেলায় Quick Response Team গঠন করা হবে। যাতে কোন ঘটনা ঘটলে দ্রুত Response করা যায়।
৭। এলাকায় কোন দুষ্কৃতিকারী (যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে ধারাণা করা হয়) থাকলে তাদের তালিকা পুলিশকে সরবরাহ করতে হবে।
৮। Socal Media গুজব হতে সর্তক থাকতে হবে। যেসব লিংক হতে গুজব ছড়ানো হয় দ্রুত সেকল লিংক ডিলেট করতে হবে।
৯। পূজা উদযাপন পরিষদের কমিটি সংক্রান্তে বিরোধ থাকলে তা দ্রুত মিমাংসা করতে হবে।
১০। কোথাও কোন সমস্যা হলে তা নিয়ে অপ্রীতিকর কোন ঘটনার অবতারণা না করে পুলিশ সুপার অথবা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত অবহিত করতে হবে।
১১। পূজা মন্ডপের সামনে ও পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ চলে গেলে দূর্ঘটনা এড়ানোর জন দ্রুত জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা করতে হবে।
১২। নির্বিঘে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক একজন জেনারেটর অপারেটর উপস্থিত থাকতে হবে।
১৩। এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করে সতর্কতা অবলম্বন করতে হবে। তারা সার্বক্ষণিক পূজা মন্ডপের খোঁজ-খবর নিবেন।
১৪। পূজা মন্ডপের আশেপাশে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ এবং রাস্তায় গাড়ি পার্কিং বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫। পূজা উপলক্ষে কোন মেলা কিংবা অন্য কোন অনুষ্ঠানের আয়োজন নিরুৎসাহিত করতে হবে।
১৬। নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন সমাপ্ত করতে হবে।
১৭। যে কোন পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বারঃ ০১৩২০-১০৮৩৯৮