চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু বইপুস্তক নির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতায় শিক্ষার্থীরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, একটি বিদ্যালয় শুধু ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষিকার আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সহযোগিতা—সব মিলিয়েই একটি বিদ্যাপীঠকে এগিয়ে নেয়। এই বিদ্যালয় চট্টগ্রামের হৃদয়স্থলে অবস্থিত হওয়ায় এর প্রতি সবার প্রত্যাশা আরও বেশি। আমি আশা করি আগামী বছর এ বিদ্যালয় আরও ভালো ফলাফল অর্জন করবে। আমি চাই ফলাফলের ভিত্তিতে এট শিক্ষা বোর্ডে প্রথম ৫ এর মধ্যে থাকুক। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করলে অবশ্যই তা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা সবার মধ্যেই থাকে, কিন্তু সেই মেধাকে বিকশিত করতে হবে। নিয়মিত স্কুলে আসতে হবে, পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা চর্চা করতে হবে। ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আসে। যেমন রাস্তায় পড়ে থাকা একটি কলার খোসা সঠিক জায়গায় ফেলে দিলে অন্যের ক্ষতি থেকে তাকে রক্ষা করা যায়। এ ধরনের সৎকাজ আল্লাহর কাছে নেকি হিসেবে লিপিবদ্ধ হয়।
মেয়র শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ ব্যবহারের জন্য নিকটস্থ স্কুলের একটি মাঠ সংস্কারে চসিকের পক্ষ থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও প্রতিবেশীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। জীবনের যেকোনো পর্যায়ে পৌঁছালেও শিক্ষকদের প্রতি সম্মান অটুট রাখতে হবে। তোমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে হবে, তবেই তোমরা সত্যিকারের মানুষ হয়ে দেশের সেবা করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রকৌশলী কামরুল আহসান, লামা বাজার সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোঃ লিয়াকত আলী, ও স্কুলের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।