
এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর অনিশ্চিত ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারে সুপার ফোরে জায়গা করে নেয় টাইগাররা। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে লিটন দাসের দল।
‘ভাগ্যের সহায়তায়’ সুপার ফোরে জায়গা করে নেওয়ার পর এবার সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। লিটন দাসের দল দ্বিতীয় পর্ব শুরু করতে চায় জয় দিয়েই। প্রতিপক্ষ আবারও পরিচিত শ্রীলঙ্কা, যাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আজ শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে দুই পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন; তাঁদের জায়গায় দলে এসেছেন শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কয়েকবার লড়াই করেছে বাংলাদেশ। গত দুই মাসেই চারবার মুখোমুখি হয়েছে দুই দল। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের (২-১) অভিজ্ঞতাও রয়েছে টাইগারদের। তবে এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বে ঠিক এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হারতে হয়েছিল লিটন দাসদের।
বাংলাদেশ দল আজকের ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। আফগানিস্তানের বিপক্ষে খেলার পর চার দিনের বিরতি ছিল তাদের হাতে। বিপরীতে, শ্রীলঙ্কাকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গরম আবহাওয়ায় দুটি ম্যাচ খেলতে হয়েছে, সঙ্গে আবুধাবি থেকে দুবাই ভ্রমণের বাড়তি ক্লান্তিও রয়েছে তাদের।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।







