ইন্টার মায়ামির হয়ে আবারও দ্যুতি ছড়ালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় আর্জেন্টাইন মহাতারকার দল। দলের হয়ে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি।
এই জয়ে লিগে মায়ামির জয়সংখ্যা দাঁড়াল ১৫-এ। প্লে-অফের টিকিট পেতে তাদের আর বেশি পথ পাড়ি দিতে হবে না। তবে অপেক্ষার প্রহর কিছুটা বাড়ল, কারণ একই দিনে নিউ ইয়র্ক রেড বুলস মন্ট্রিয়েলকে ২-০ গোলে হারিয়ে ফেলায় প্লে-অফ নিশ্চিত হয়নি মায়ামির।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে শুরুটা ছিল মায়ামির দাপটেই। ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু-পাস থেকে টাদেও আলেন্দের গোল এনে দেয় লিড। বিরতির পর অবশ্য হেডে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান বেন্টেকে।
এরপর দৃশ্যপটে পুরোপুরি হাজির হন মেসি। ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে জায়গা তৈরি করে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। কয়েক মিনিট পর মায়ামি পায় পেনাল্টি; সেটি মেসি নিজে না নিয়ে সুযোগ দেন তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তিকে, কিন্তু তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।
৮৫ মিনিটে আবারও মেসির কারুকার্য—বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান ৩-১ এ। যোগ করা সময়ে ডিসির জেকব মারেল একটি গোল শোধ করলেও ম্যাচে জয়ের হাসি ছিল মায়ামিরই।
এ মৌসুমে ২২ ম্যাচে মেসির গোল এখন ২২টি। সপ্তমবারের মতো এক ম্যাচে করলেন জোড়া গোল। গোলদাতাদের তালিকায় ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজকে (২১) টপকে শীর্ষে উঠে গেছেন তিনি।
বর্তমানে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে মায়ামির অবস্থান পাঁচে, ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৮ পয়েন্টে এগিয়ে থাকলেও তারা খেলেছে তিন ম্যাচ বেশি। ফলে সাপোর্টার্স শিল্ড জেতার লড়াইয়েও এখনো টিকে আছে মায়ামি।