চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ঘোষিত তফসিলে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১২ই অক্টোবর। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১২ই অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর।
পূজার ছুটির পরপরই ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন একাধিক ছাত্র সংগঠন ও পদপ্রার্থীরা। আগামী দুর্গাপূজার ছুটির ফলে নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রচারণার জন্য বাড়তি সময় প্রয়োজন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর, বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন তারিখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, গতকাল ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণা চালানোর সময় বৃদ্ধির জন্য অনুরোধ করলে আমরা নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই চাকসু নির্বাচন ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর করার। এছাড়াও ১০ অক্টোবর বি সি এস পরীক্ষার বিষয়টিও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।