অথচ জয়ন্তীর কোলে ছিল আরও এক নিষ্পাপ জীবন—মাত্র তিন মাস বয়সী জান্মবী মন্ডল। এখন মায়ের স্নেহবঞ্চিত এ শিশু আশ্রয় নিয়েছে মামা-মামির কোলে।
পরিবার সূত্রে জানা যায়, জয়ন্তী বিশ্বাস ও তার দুই কন্যা সন্তান ঢাকায় স্বামী সমীর মন্ডলের সঙ্গে থাকতেন। গত সপ্তাহে জয়ন্তী ও প্রতিভা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে জয়ন্তী মৃত্যুবরণ করেন, তার একদিন পর সোমবার সন্ধ্যায় মেয়ে প্রতিভাও চলে যায় না ফেরার দেশে।
পরিবার ও গ্রামজুড়ে চলছে শোকের মাতম। মা-মেয়েকে পাশাপাশি সমাহিত করা হয়েছে পারিবারিক কবরস্থানে। সেখানে ভিড় জমছে আশপাশের মানুষ, কেউ প্রার্থনা করছেন, কেউ সমবেদনা জানাচ্ছেন ভেঙে পড়া পরিবারকে।
শিশু জান্মবীর মামা সৌরভ বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাবতেই পারছি না ডেঙ্গু আমার বোন আর ভাগনিকে এভাবে কেড়ে নেবে। জান্মবীকে আমরা কোলে নিয়েছি, কিন্তু এতটুকু বাচ্চা মা ছাড়া কেমন করে বড় হবে সেই চিন্তাই এখন আমাদের কাঁদাচ্ছে।”
প্রতিবেশীরা বলছেন, একদিনের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যু তারা কখনো দেখেননি। বাঘুটিয়া গ্রামে এখন শুধু শোক আর কান্নার সুর।
তবে সবার একটাই প্রার্থনা মায়ের বুক হারানো ছোট্ট জান্মবী যেন সৃষ্টিকর্তার হেফাজতে সুস্থভাবে বেড়ে ওঠে।