
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের সুপার ফোরের শুরুটা দারুণ; শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে তারা মাঠে নামছে উচ্চ আত্মবিশ্বাসে। অন্যদিকে পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও, বাংলাদেশ সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়ে ইতিবাচক সঙ্কেত দিয়েছে। ম্যাচটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার সুযোগও বয়ে আনতে পারে।
বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছি, সেই মনোভাব ধরে রাখতে পারলে ভারতকেও হারানো সম্ভব। সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমাদেরও জয়ের সম্ভাবনা আছে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার।
এদিকে ভারতের বিপক্ষে টাইগারদের কৌশল নিয়ে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে জয় পেতে হলে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার সাথে যা করেছি, তা ভারতের সাথেও করতে হবে। পরপর দুটি ম্যাচ, প্রথমে ভারত তারপর পাকিস্তান; ভারতের বিরুদ্ধে ইতিবাচক খেলা গুরুত্বপূর্ণ।’
আজকের খেলায় তিন স্পিনার নাসুম আহমেদ, শেখ মেহেদী, রিশাদ হোসেনকে দলে রাখার পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। তিনি মনে করেন, দুবাইয়ের স্পিন বান্ধব উইকেটের জন্য এটি কার্যকর হবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে দেশের দুই চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
ভারত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।