ডিম ছোড়ার মতো অপকর্ম আ’লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

ডিম ছোড়ার মতো অপকর্ম আ’লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণামূলক কাজের মাধ্যমে অবদান রাখতে চিকিৎসকের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের প্রতিটি ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

ডিম ছোড়ার মতো অপকর্ম আ’লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ যাত্রা শুরু করে। তা অনেকখানি পূর্ণতা পেয়েছে।শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও মেধার প্রমাণ দিয়ে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে। আশা করবো, চিকিৎসকরা দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করবেন। তাদের গবেষণালব্ধ কাজে লাগিয়ে চিকিৎসা সেবার মান আরও বাড়াবেন।বিদেশে গিয়ে দেশের মানুষ চিকিৎসা নেয়, সেটি বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ও ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. একেএম আশরাফুল করিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম।

ডিম ছোড়ার মতো অপকর্ম আ’লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার বড়ুয়া, উপ পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email