
চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি – ২০ ক্রিকেট লিগ ২০২৫। “স্পোর্টিফাই ইভেন্টস” এর আয়োজনে ৬ টি খ্যাতনামা ক্রিকেট ক্লাবের অংশগ্রহনে বৃহস্পতিবার ফ্রাঞ্চাইজি মডেলের এই লিগ শুরু হয়। উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে কেকেআরসি ও নবাগত এনএইচটি স্পোর্টস।
সকালে অনুষ্ঠিত ১ম ম্যাচ শেষে দুপুরে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব, এ্যাডহক কমিটি, চট্টগ্রাম প্রেস ক্লাব জাহিদুল করিম কচি, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, উপদেষ্টা হাফিজুর রহমান, সহ- সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, স্পন্সর প্রতিনিধি এজিএম, ফোরএইচ গ্রুপ মো. তারেকুল হক, মো. সাইফ বিন মান্নান, সিকো এরিনা, ফজলে দাইয়ান, সদস্য, টূর্ণামেন্ট কমিটি ফাইজান খান, মির্জা শাহরিয়ার জামি, ফজলে হাসান মাহমুদ আরিয়ান।
উদ্বোধনী দিনের সকালের ম্যাচে কেকেআরসি ৫৬ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে।
স্কোরঃ
কেকেআরসি – ১৭৬/৭ (২০)
ব্রাদার্স ইউনিয়ন – ১২০ (২০)
ম্যান অব দ্যা ম্যাচ কেকেআরসি এস এম তাওসিফ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান হাইটেক পরিচালক আযম খান ও ব্রাদার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।
দুপুরে অনুষ্ঠিত লিগের ২য় ম্যাচে নবাগত এনএইচটি স্পোর্টস ৬ উইকেটে ২০ ইভেন্টস্ গ্রুপের বিরুদ্ধে জয়লাভ করে লিগের পাশাপাশি ক্রীড়াঙ্গনের মাঠে নিজেদের শুভ সুচনা করেছে।
স্কোরঃ
২০ ইভেন্টস্ গ্রুপ – ১৪৭ (২০)
এন এইচ টি স্পোর্টস – ১৪৮/৪ (১৯)
ম্যান অব দ্যা ম্যাচ এন এইচ টি স্পোর্টস এর মাজহারুল ইসলামকে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সদস্য ফজলে রাব্বি খান।
অংশগ্রহণকারী ৬ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে ডবল লিগ পদ্ধতিতে মোট ১৫ টি ম্যাচ খেলবে। তারমধ্যে গ্রুপ পর্বে ১২ টি, ২ টি সেমিফাইনাল ও ফাইনাল।
এনএইচটি স্পোর্টস চেয়ারম্যানের শুভেচ্ছা ও কৃতজ্ঞতাঃ
নবাগত ক্লাব হিসাবে মাঠে নেমে এনএইচটি স্পোর্টস ক্লাব প্রথম ম্যাচে জয় পাওয়ায় মহান সৃষ্টিকর্তার দরবারে শোকরিয়া জানিয়েছেন এনএইচটি স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসির । নবাগত দল হিসেবে মাঠে জয়লাভ করার পর অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ১ম ম্যাচ জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এনএইচটি স্পোর্টস প্রথম মাঠে নেমে জয় তুলে নিয়ে দলের সুচনালগ্নকে আনন্দময় করে তোলায় আমি দলের সকল খেলোয়াড়, কর্মকতা, সমর্থকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।