‘পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না’

‘পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না’

পিআর পদ্ধতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রতীক ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনের আলোকে সব কাজ সম্পন্ন হয় এবং হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে না।’ তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং কমিশন এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো, বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব ড. ইউনূসের
শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো, বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব ড. ইউনূসের
বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা অতীতের নির্বাচনে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করব এবং তাদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখব।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের মতে, পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক সংক্রান্ত সাম্প্রতিক আলোচনার কারণে ভোটার বা নির্বাচনি প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি হবে না এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email