চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকায় উল্টো পথে আসা যাত্রীবাহী বাসের চাপায় সোহেল (৩৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গোলচত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে নিয়ম ভেঙে আসা বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টানেলের টোলপ্লাজা এলাকা থেকে বাসচালক কবির হোসেন (৪২) এবং সহকারী সাগর আহমদ (২২)-কে পুলিশ আটক করে। কবিরের বাড়ি জামালপুরে ও সাগরের বাড়ি টাঙ্গাইলে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত চালক ও তার সহকারীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।