দেশের কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস করি, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সকল ষড়যন্ত্র প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে, তার নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। আমাদের আহ্বান, তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।
‘গ্যাং অফ ফোরের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে’
‘গ্যাং অফ ফোরের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে’
বিস্তারিত পড়ুন
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও দুর্নীতির ইতিহাস। ভোটচুরি, গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, যারা গুম, খুন, হত্যাকাণ্ড ঘটিয়েছে- বিএনপি তাদের বিচার করবেই।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলো বাস্তবায়ন করলে মানুষের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।