প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙ্গে নতুন একটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের খসড়া প্রস্তাব অনুযায়ী ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন এ উপজেলা সৃষ্টি করা হবে।
মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই নিকার বৈঠকের দিন নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দু'টি প্রশাসনিক বিভাগ এবং দু'টি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই ফটিকছড়ি ভেঙ্গে "ফটিকছড়ি উত্তর" উপজেলা সৃষ্টির প্রস্তাব গৃহীত হয়।
বর্তমানে ফটিকছড়ি উপজেলার আয়তন ও জনসংখ্যা চট্টগ্রামের সর্ববৃহৎ। বিশাল ভৌগোলিক এলাকা এবং প্রশাসনিক জটিলতা কমাতে এ উপজেলা বিভক্ত করার পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন উপজেলা গঠিত হলে স্থানীয় জনগণ প্রশাসনিক সেবা আরো দ্রুত পাবে বলে আশা করা হচ্ছে। ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়ন নিয়ে দেশের অন্যতম বৃহত্তর উপজেলা ফটিকছড়ি। ঝালকাঠি,মেহেরপুর,নারায়ণগঞ্জ জেলার চাইতে বড় উপজেলা ফটিকছড়ি।৬টি ইউনিয়ন নিয়ে ২০০৬ সালে গঠিত হয় ভূজপুর থানা।উত্তর ফটিকছড়িবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল আলাদা উপজেলার।সে লক্ষ্যেই ভূজপুর থানার বাগান বাজার,দাতঁমারা,নারায়ণহাট,ভূজপুর এবং হারুয়ালছড়ি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর নামে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব ২০২৩ সালের শেষের দিকে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে প্রেরণ করেন ফটিকছড়ি উপজেলার তৎকালিন ইউএনও।ফটিকছড়ি বর্তমান ইউএনও মোজাম্মেল হক চৌধুরী পুরাতন প্রস্তাবটি বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন বলে জানা গেছে।
এদিকে দেশের বৃহত্তর উপজেলা ফটিকছড়িকে ভেঙ্গে দুটি উপজেলায় রুপান্তরের খবর গতকাল দেশের নাম করা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হলে এতদঞ্চলের জনসাধারনের মাঝে লক্ষ্য করা গেছে আনন্দের বন্যা।উত্তরের এলাকাগুলোর দেশ বিদেশে অবস্হানকারি লোকজন সোস্যাল মিডিয়ায় তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা এ কাজে সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।পাশাপাশি উপজেলা সদরটি যাতে সকলের জন্য সুবিধাজনক যোক্তিক স্হানে হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া উচিত বলে তারা প্রতিক্রিয়ায় জানান।
উল্লেখ্য,"ফটিকছড়ি উত্তর" ছাড়াও কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ গঠনের প্রস্তাবও চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।