চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অন্যতম বড় শক্তি। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাই আমাদের ঐক্যবদ্ধ করে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই।
শনিবার(২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার উত্তর গুয়াপঞ্চক সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উত্তর গুয়াপঞ্চক সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের সভাপতি সুজন দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল দে এর সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লায়ন হেলাল উদ্দিন আরও বলেন,
বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত অবদানে এগিয়ে চলছে। তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাগির আহমেদ, দিল মো. মঞ্জু, এম. মনসুর উদ্দীন, উপজেলা বিএনপি নেতা রফিক ডিলার, আক্তার হোসেন, মঈনুদ্দিন চৌধুরী ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, হারুন অর রশিদ, মামুন খান, মো. সোহেল,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাঈল বিন মনির,বৈরাগ ইউনিয় বিএনপির নেতা নুরুল আলম,নূর মোহাম্মদ মেম্বার, কেরামত আলী মেম্বার, মামুন খান, বেলাল,কাজী পারভেজ, মোঃ জসিম উদ্দিন,শাবলু, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ মুসা ইসলাম, মোঃ শাহেদ প্রমুখ।