হজের তিন প্যাকেজ ঘোষণা, কমল খরচ

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমল খরচ

২০১৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করে প্যাকেজ তিনটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

আ ফ ম খালিদ হোসেন জানান, হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে এ বছর। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত তিনটি প্যাকেজের মধ্যে প্যাকেজ ১-এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা ধরা হয়েছে। প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আর প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email