চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীকে জলাবদ্ধতামুক্ত ‘ক্লিন সিটি’ হিসেবে গড়তে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতা চেয়েছেন।
সোমবার দুপুর ১২ টা ৩০ থেকে ১টা ১৫ পর্যন্ত টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে জাইকার একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান। প্রতিনিধি দলে ছিলেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে (Ichiguchi Tomohide), রিপ্রেজেন্টেটিভ ওসাওয়া হিদেকি (Osawa Hideki), ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার আবদুল্লাহ বিন হোসাইন।
এসময় মেয়র বলেন, “চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে টেকসই পরিকল্পনা বাস্তবায়নে জাইকার সহযোগিতা প্রয়োজন।”
তিনি বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বন্দরনগরী। এ নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি ও আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ উন্নয়নে জাইকার অভিজ্ঞতা চট্টগ্রামের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।”
মেয়র আরও বলেন, “চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও নগর পরিবেশ উন্নয়ন এখন সময়ের দাবি। এ বিষয়ে জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছে। চট্টগ্রামের জন্যও তারা কারিগরি সহায়তা, বিশেষজ্ঞ পরামর্শ ও প্রকল্প বিনিয়োগে এগিয়ে আসবে বলে আমি আশাবাদী।”
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি প্রমুখ।