স্কুল-কলেজের নিয়োগে নতুন নির্দেশনা

স্কুল-কলেজের নিয়োগে নতুন নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগ নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার রাতে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে এসব পদে নিয়োগের সুপারিশ কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কোনো সদস্য থাকবেন না।

এর আগে এসব নিয়োগে কমিটি গঠন করা হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা।
শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়

এতে আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ দেবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবে। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন ৩ সদস্যবিশিষ্ট বোর্ড গঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email