
শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় বিশ্বাস ও পোশাকের কারণে মানুষজনকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষা উপদেষ্টা।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ড. চৌধুরী রফিকুল আবরার।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা দেশের শিক্ষাব্যবস্থার একটা অন্যতম অংশ। মাদ্রাসা শিক্ষার্থীদের অবশ্যই ধর্ম শিক্ষার প্রতি প্রাধান্য দিতে হবে। পাশাপাশি বিজ্ঞান শেখার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনে বিশেষ অথিতি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।