আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ যেমন হবে বাংলাদেশের একাদশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ যেমন হবে বাংলাদেশের একাদশ

সহজ ম্যাচ কঠিন করে জিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিরতি ছাড়াই আজ (শুক্রবার) আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে। এদিন জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে জাকের-মুস্তাফিজদের। অন্যদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে রশিদ খানের দলের জয়ের বিকল্প নেই।

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজ ৪০ এবং মোহাম্মদ নবির ৩৮ রানে ভর করে ১৫২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে পথটা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় এসেছে।

টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে এই দুজনকেই দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এই সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর।

এ ছাড়া পরিবর্তনের সম্ভাবনা আছে পেস বিভাগে। টানা খেলার ওভারলোড কমাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামও দেওয়া হতে পারে। তাসকিনকে এভাবে বিশ্রাম দেওয়া হয়েছিল এশিয়া কাপে। তবে মুস্তাফিজ খেলে চলেছেন টানা। ফলে তাদের বদলে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একাদশে ফিরতে পারেন। আবার একজন বিশ্রাম পেলে ডাক পাবেন শরিফুল। এ ছাড়া গত ম্যাচে ফিনিশিং দেওয়া নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনসহ বাকিদের আজও খেলানোর সম্ভাবনা বেশি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email