দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চাকসু নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির নানান ক্রিয়াশীল ছাত্র সংগঠন। তবে নিজেদের শিক্ষার্থীবান্ধব ও নেতৃত্ব মূলক গুনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
এবারের চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ৫ নং ব্যালটে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর শিক্ষার্থী মোঃ ওজায়ের হোসেন।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ক্রিয়াশীল নানান কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত মোঃ ওজায়ের হোসেন। চাকসুতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ওজায়ের বর্তমান CUSS Youth Mappers কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
গত ২রা অক্টোবর CUSS Youth Mappers এর পূর্ব কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে, নতুন কমিটি এক বছরের জন্য অনুমোদনপ্রাপ্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
CUSS Youth Mappers হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক কার্যক্রমের অন্যতম প্ল্যাটফর্ম, CUSS-এর একটি এফিলিয়েটেড ক্লাব, যা আন্তর্জাতিক বৃহত্তর Youth Mappers নেটওয়ার্কের একটি স্বীকৃত চ্যাপ্টার। সংস্থাটি শিক্ষার্থীদের মাধ্যমে মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহ, জিও-স্পেশাল প্রযুক্তি ব্যবহার, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নিয়মিত কর্মশালা, জরিপ, প্রকল্পভিত্তিক কাজ ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে CUSS Youth Mappers শিক্ষার্থীদেরকে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করে দেয়।
চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা নিজের পদ সংশ্লিষ্ট কার্যর সাথে পূর্ব থেকেই সর্বাধিক সম্পৃক্ত থাকা মোঃ ওজায়ের হোসেনের আশা, আসন্ন চাকসু নির্বাচনে বিজয় লাভ করে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করা। এবং নির্বাচিত হলে শিক্ষার্থীদের পাশে থেকেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেই তিনি চালাচ্ছেন তার প্রচারণা।
এ বিষয়ে মোঃ ওজায়ের হোসেন দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, আমি শুরু থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক চিন্তাধারা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। এ অভিজ্ঞতাই আমাকে অনুপ্রাণিত করেছে চাকসু নির্বাচনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রযুক্তি নির্ভর গবেষণা ও উদ্ভাবন শিক্ষার্থীদেরকে শুধু একাডেমিক জ্ঞানেই সমৃদ্ধ করবে না, বরং তাদের বাস্তব জীবনে সমস্যা সমাধানের সক্ষমতাও তৈরি করবে। নির্বাচিত হলে আমি তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের জন্য নতুন কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন, এবং চাকসুতে একটি আধুনিক আইটি সাপোর্ট সেল গড়ে তোলার উদ্যোগ নেব। সর্বশেষ তিনি বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আসন্ন চাকসু নির্বাচনে সবার সমর্থন ও ভালোবাসাই হবে আমার কাজ করার শক্তি।