চট্টগ্রামের চন্দনাইশে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৬ অক্টোবর ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য প্রণোদনার আওতায় ৩'শ ৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/শসা'র যে কোনো একটি বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখবে ও উৎসাহ যোগাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আজাদ হোসেন।
এ ছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।