চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় তরুণ সমাজ, সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ শুরু করেছে। কিন্তু মাদক চক্রের আড়ালমূলক কার্যক্রম ও প্রশাসনের সীমিত নজরদারি এই লড়াইকে এখনও জটিল করে তুলেছে।
মাদকবিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে বন্দর উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর পশ্চিমচাল তরুণ সমাজকল্যাণ পরিষদ ও উত্তর বন্দর সোসাইটি। তারা রাতের প্রহরা দিচ্ছে, স্থানীয় জুয়ার আসরে অভিযান চালাচ্ছে এবং জনসচেতনতা বৃদ্ধি করছে।
গত ৩ অক্টোবর হাইলধর ইউনিয়নে পীরখাইন গ্রামে অনুষ্ঠিত মাদক ও চুরি বিরোধী সাধারণ সভায় ১০ সদস্যবিশিষ্ট “মাদক ও চুরি প্রতিরোধ কমিটি” গঠন করা হয়। কমিটির উদ্দেশ্য হলো মাদক ও চুরি প্রতিরোধে সামাজিক নেটওয়ার্ক গঠন এবং স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো।
আয়োজকদের মতে, উপকূলীয় এলাকা বর্তমানে মাদক চক্রের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রলার ও নৌপথ ব্যবহার করে মাদক আনা হয়, যা প্রশাসনের নজরদারি সীমিত হওয়ার কারণে সহজ হয়ে গেছে।
এর আগেও ১২ সেপ্টেম্বর উপজেলার বারশত ইউনিয়নে সচেতন নাগরিকরা মানববন্ধন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীও যৌথ অভিযান চালিয়ে কয়েকটি বড় মাদকচক্র ধ্বংস করেছে।গতবছর ডিসেম্বর মাসে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গত জুলাই মাসে রায়পুর এলাকায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার ও এক নারী গ্রেফতার হওয়ার ঘটনা তা প্রমাণ করে। এছাড়া ১৬ সেপ্টেম্বর ১০ মামলার আসামি আখতার হোসেনকে সেনা ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
তবুও বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। মাদক গডফাদাররা আড়ালে থেকে নেটওয়ার্ক নিয়ন্ত্রণ রাখছে। উপকূলীয় গোপন রুট ও তথ্যপ্রবাহের ঘাটতি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে সীমিত করছে।
স্থানীয় উদ্যোগ আশার আলো দেখাচ্ছে। ২৬ সেপ্টেম্বর রাতে তরুণ সমাজ ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এমন উদ্যোগই দেখাচ্ছে যে, নীরবতা নয়, সক্রিয় অংশগ্রহণ মাদক প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি।
উত্তর বন্দর সোসাইটির সদস্য রায়হান আহমেদ বলেন,আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত হোক। এজন্য সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলছি। প্রশাসন ও এলাকাবাসী একসাথে কাজ করলে এ সমস্যার সমাধান সম্ভব।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত। আমরা স্থানীয়দের সহযোগিতা চাই।তরুণদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।